চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার ৬ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা মঙ্গলবার সারাদিনে একাধিক অভিযান চালিয়ে চার লাখ ৪১ হাজার ৩৩০ টাকার মাদকদ্রব্যসহ বিভিন্ন চোরাচালানি মালামাল উদ্ধার করেছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ভারতীয় ফেনসিডিল, ভারতীয় স্টিলের বল ও বাটি, ভারতীয় সিটিগোল্ডের গহনা ও ঘড়ির ব্যাটারি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সদস্যরা দু‘লাখ ১১ হাজার ৫০০ টাকা মূল্যের ১৪১ বোতল ভারতীয় মদ, ১৯ হাজার ২০০ টাকা মূল্যের ৪৮ বোতল ফেনসিডিল, ৫৪ হাজার ৩০০ টাকা মূল্যের ২৩৭টি স্টিলের বল ও বাটি, ৫৪ হাজার ৪০০ টাকা মূল্যের ৫৪৪টি সিটি গোল্ডের চেইন, ৪১ হাজার ৯০০ টাকা মূল্যের ৮৩৪ জোড়া সিটি গোল্ডের কানের দুল, ৬০ হাজার টাকা মূল্যের ১ হাজার ২০০টি ঘড়ির ব্যাটারি ও ৩০ টাকা মূল্যের তিনটি প্লাস্টিক বস্তা উদ্ধার করে। জেলার সীমান্ত এলাকার বিওপি ক্যাম্পের জোয়ানরা এসব মালামাল উদ্ধার করেছে। সব মালামালই ভারত থেকে পাচার করে এদেশে আনা হয়েছিল।