চারঘাট (রাজশাহী) প্রতিনিধি : চারঘাট-বাঘার সাংসদ শাহরিয়ার আলম বলেন, আ’লীগ আবারও ক্ষমতায় এলে চারঘাট-বাঘা এলাকায় যে সমস্ত গ্রামে এখনও বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি সেই সব এলাকায় ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছানো হবে। বর্তমানে বিএনপি, জামায়াত-শিবির দেশকে নস্যাৎ করার চক্রান্ত চালাচ্ছে। এই দু®কৃতিকারীদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলের প্রতি সজাগ থাকার আহবান জানান। বাংলাদেশ আ’লীগ রাজনীতি করে গরীব মানুষের জন্য, বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের চুড়ান্ত রায় কার্যকর করতে শুরু করেছে। আবারোও নৌকা মার্কায় ভোট দিয়ে আগামী ১০ম জাতীয় সংসদ নির্বাচনে জয়যুক্ত করবেন। তিনি আরোও বলেন ২০২১ সালের মধ্যে সকল বাড়িতে বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করা হবে।
বুধবার উপজেলার নিমপাড়া ইউনিয়নে গণসংযোগকালে পথ সভায় বক্তব্যকালে এসব কথাগুলো বলেন। তিনি নিমপাড়া ইউনিয়নের জাগিরপাড়া, বালাদিয়াড়, ভাটপাড়া, নন্দনগাছি বাজার, কালুহাটি গ্রামের মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন নিমপাড়া ইউনিয়ন আ’ীগের সাঃ সম্পাদক মেসের আলী, নন্দনগাছী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম দুলাল, থানা কৃষকলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, থানা আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সামসুল মাস্টার, ওয়ার্ড সভাপতি আসলাম, কালুহাটি পাদুকা সমবায় সমিতির সভাপতি আঃ মান্নান, হাসানসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।