আজহারুল হক,গফরগাঁও : ময়মনসিংহের গফরগাঁওয়ে মঙ্গলবার সকালে পাগলা থানা পুলিশ টাঙ্গাব এলাকার বটতলা চরাঞ্চলে থেকে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করে। পরে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। সে টাঙ্গাব ইউনিয়নের পুর্ব ছাপিলা গ্রামের আব্দুল গণি মিয়ায় ছেলে। তার নামে থানায় ডাকাতিসহ একাধিক অভিযোগ রয়েছে। এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে কালাম আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, কালাম ডাকাত পুলিশের তালিকাভূক্ত। ধারনা কারা হচ্ছে ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে এই হত্যাকান্ড হতে পারে।