আখি ইসলাম, কাঠালিয়া (ঝালকাঠি) : ঝালকাঠি – ১ আসনের আওয়ামীলীগ দলীয় প্রার্থী বর্তমান সংসদ আলহাজ্ব বজলুল হক হারুন এর নির্বাচনি সভা বুধবার সকাল ১১টায় কাঠালিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এ সভায় আওয়ামীলীগ ও তার অংগসংগঠনের তৃনমূল পর্যায়ের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন,ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়া সিকদার,মোঃ মাহমুদ হোসেন রিপন,মোঃ জাকির হোসেন,শিশির দাস ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ রবিউল ইসলাম কবির,এমএম তারিকুজ্জামান বুলু। প্রধান অতিথি সাংসদ হারুন দলীয় নেতা কর্মিদের উদ্দেশ্যে বলেন ৫ জানুয়ারির নির্বাচনকে গিরে ১৮ দলীয় জোটের লোকজন জাতে এলাকায় কোন নাশকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।