পুতুল রানী সাহা কবিরহাট (নোয়াখালী): নোয়াখালীর কবিরহাট উপজেলায় পলী বিদ্যুত সমিতির কবিরহাট সদর আংশিক সুবর্ণচরের নির্বাচন ২০১৩ অনুষ্ঠিত হয় ২৩ ডিসেম্বর স্থানীয় হাইস্কুল প্রাঙ্গনে। ভোটের দিন সকাল ১০ ঘটিকায় পলী বিদ্যুত সমিতির সাবেক সভাপতি ও বর্তমান প্রার্থী স্থাণীয় একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বয়কট করেন। মো: ফরহাদ আলম নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ করেন যে প্রতিপক্ষ প্রার্থী মিজানুর রহমান ভোটের ১৫দিন পূর্বে নির্বাচন স্থগতির জন্য আবেদন করেন। যার প্ররিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনারও হরতাল, অবরোধ এর কারনে নির্বাচন হবে না বলে ফরহাদকে আশ্বস্থ করেন। অন্যদিকে ভোটারদের তালিকায়ও ব্যাপক ভেজাল আছে। এরই প্ররিপ্রেক্ষিতে উনি নির্বাচন বয়কট করেন। অন্যদিকে বিকাল ৩টার দিকে একদল সন্ত্রাসী কর্তৃক ফরহাদ এর অফিস ভাংচুর করেন। এই ব্যাপারে ফরহাদ এর অভিযোগ মিজান গ্রুপ উনার অফিস ভাংচুর করছে বলে জানান। এই ব্যাপারে পলী বিদ্যুৎ সমিতির নির্বাচন কমিশনার ও রিটানিং অফিসার উপ-পরিচালক কারিগরি মো: আলতাফ হোসেন চৌধুরী কে জিজ্ঞাসা করিলে উনি বলেন যে, ফরহাদ মিয়ার নির্বাচন বয়কট সংক্রান্ত কোন লিখিত অভিযোগ আমরা পায় নাই। এহেন পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল পলী বিদ্যুৎ সমিতির সুস্থ্য নির্বাচনে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।