: দশম জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের চলমান অস্থিরতায় বিরোধী দলের ডাকা ৫ম বারের মত অবরোধের শেষ দিনে দেশজুরে ভাংচুর,অগ্নি সংদযোগ হত্যা,পুলিশ হত্যা সহ নানা প্রকার ধ্বংশাত্বক কর্ম কান্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতারের অভিযানে নেমেছে যৌথবাহীনি যে অভিযান ইতিমধ্যেই দুষ্ট হয়েছে পারিপার্শ্বিক থেকে ব্যক্তিগত আক্রশের হাতিয়ার হিসাবে ব্যবহারের।
একদিকে অবরোধ,অপরদিকে গণ গ্রেফতারের ফাঁদে পড়ে নাকল দেশবাসী। সম্প্রতি দেশের আসন্ন নির্বাচনকে ঘিরে যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য সরকারকে একটা বড় ধরনের ধকল সইতে হচ্ছে রীতিমত ভাবেই। যে ধকলে আজ সাধারন নিরস্ত্র-নিরীহ মানুষের প্রান নাশসহ দেশের চলমান রাজনৈতির ভয়াবহ সংকটে বিপর্য¯ত হয়ে পড়েছে দেশের উন্নয়নশীল অর্থনীতি। এতে একদিকে যেমন বিনষ্ট হচ্ছে কৃষকের ঘাম ঝড়ানো উৎপাদিত পন্য ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে তারা, অন্যদিকে দৈনন্দিন খাদ্য তালিকার ডালা শুন্য হওয়ায় মহাসংকটে দিন কাটাচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন সিটি শহরে জিম্মী থাকা সাধারন মানুষেরা। নিত্য পন্য দ্রব্যের সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ব্যহত হচ্ছে আমদানি-রফতানি খাতের আয়ের উৎস। বিগত বছরগুলির অর্জিত উন্নয়নের হিসাব-নিকাশের খাতায় পড়েছে কালো মেঘের ছায়া। ইতিমধ্যেই রফতানি পণ্যবাহী জাহাজ ফেরৎ যাওয়ার খবরও ছাপা হয়েছে বিভিন্ন গণমাধ্যমে, ক্রমবর্ধমান হারে কমছে আমদানি, বিনিয়গ ঠেকছে প্রায় শুন্যের কোঠায়, কমছে প্রবাসি আয়, বাড়ছে খেলাপী ঋৃণ, ধ্বংশের পথে পর্যটন শিল্প, ব্যবসায়ীদের শ্রেষ্ট সংগঠন এফবিসিসিআই ও পোষাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই দেয়া তথ্য মতে প্রতিদিন হরতালে তাদের ক্ষতির পরিমান দাড়িয়েছে দেড় হাজার কোটি টাকায়, বিগত প্রায় দুই মাসে ছোটবড় ৩০টি হরতালে দেশে জাতীয় অর্থনীতিতে ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় ৪০-৪৫ হাজার কোটি টাকা। যা স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের আমলে হরতালের ক্ষতির যোগফলকেও হারমানিয়েছে ।
রাজনৈতিক হুলি খেলার যাতা কলে পড়ে এমন ভয়াবহ অনৈতিক বিপর্যয় ইতিপুর্বে ঘটেনি কখনই যা বলার অপেক্ষা রাখে না। উপরন্তু ২৪তারিখে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার দেয়া জাতির উদ্দেশ্যে ভাষনে আগামী ২৯ ডিসেঃ ‘‘মার্চ ফর ডেমোক্রাসি’’ আল্টিমেটামে ঢাকা যাওয়ার আহবান ঠেকাতে নানা অজুহাতে দলীয় নেতাকর্মী ও স্ব-পন্থি মোটর মালিক-শ্রমিকদের দিয়ে পরিবহন ধর্মঘটের ডাক বা অনুরুপ কোন কোন ইস্যু খুজতে বুদ্ধিজীবিদের তলব করে আবারো পাল্টা অবরোধের চিন্তায় মনমগজের সব টুকুই গরম জলে সিদ্ধ করা শুরু করেছে সরকার। বিরোধী দলের উপর্যুপরি অবরোধের ঝাকুনি সামাল দিয়ে উঠতে না উঠতেই আবারো হিসাব-নিকাশ করতে হচ্ছে সরকার তথা সরকারী দলের পাল্টা অবরোধের, যে অবরোধের সিদ্ধান্ত হতে পারে সরকারের আত্বঘাতি আবরোধের সামিল, আর সে অবরোধের ভয়ে কাঁপছে জাতি,কাঁপছে দেশ। : এস.গুলবাগী, বগুড়া