চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আনজিরা খাতুন (৫০) নামে এক গৃহকত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ দিকে এ ঘটনা ঘটে। নিহত আনজিরা একই উপজেলার পাইকপাড়া গ্রামের আজিজুল হকের স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলমডাঙ্গার জগন্নাথপুর নামক স্থানে আনজিরা খাতুন অসতর্কাবস্থায় রেললাইন পার হতে গিয়ে খুলনা থেকে ছেড়ে আসা ঈশ্বরদীগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। পোড়াদহ জি আরপি থানা পুলিশ বিকেল সাড়ে ৫ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠান।