শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি ও নরসিংদী-৪ আসনের সাবেক সাংসদ সরদার সাখাওয়াত হোসেন বকুলসহ ৫ জনকে আটক করা হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থেকে তাদেরকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওই সময় আর এ গণির ব্যক্তিগত সহকারী লেলিন এবং স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকেও আটক করা হয়। তবে কি কারণে তাদেরকে আটক করা হয়েছে তা এখনও জানা যায়নি।