আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলার সিংগাহার গ্রামে ১৯ বছর বয়সের এক বুদ্ধি প্রতিবন্দি যুবতী ধর্ষন মামলার আসামী মাসুদ রানাকে পুলিশ আড়াই মাসেও গ্রেফতার করতে পারেনি। ফলে ভিকটিম ও তার পরিবার ন্যায় বিচার পাবে কিনা তা নিয়ে সংশয়ে রয়েছে।
উল্লেখ্য ঃ গত ১১ অক্টোবর আদমদীঘির সিংগাহার গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধি যুবতী মাসুদ রানা (২৪) নামের যুবক কতৃক ধর্ষনের শিকার হন। এ ঘটনায় ভিকটিম নিজেই বাদী হয়ে মাসুদ রানাকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। এদিকে ঘটনার দীর্ঘ আড়াই মাস অতিবাহিত হলেও পুলিশ ধর্ষককে গ্রেফতা করতে পারেনি। মামলার তদন্তকারী এসআই মনিরুল ইসলাম জানান আসামী গ্রেফতারের জোড় চেষ্টা চলছে এবং মামলার চার্জশীট দাখিলের প্রস্তুতি নেয়া হচ্ছে।