মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০১৩ ২:২৩ অপরাহ্ণ

bonduk joddoসিরাজগঞ্জ প্রতিনিধি : বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পুলিশ-ডাকাত বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে পুলিশসহ অন্তত: ৫ জন। ২৩ ডিসেম্বর সোমবার গভীররাতে মহাসড়কের কামারখন্দ উপজেলার বানিয়াগাতী এলাকায় ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে স্থানীয় বানিয়াগাতী গ্রামের আল মাহমুদ (২৮) ও মুনসুর আলী (২৪)। আহত পুলিশ সদস্যরা হচ্ছে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই মোতালেব ও কনস্টেবল ওলি। অন্য ৩ জনের নাম পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বানিয়াগাতীঁতে পন্যবাহি ট্রাকে ডাকাতি করছিল সংঘবদ্ধ একটি ডাকাতদল। এ সময় পুলিশের একটি টহল পিকআপ সেখানে পৌছলে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে পেট্রোল বোমা ও গুলি ছোড়ে। এতে পুলিশ ও ডাকাতদের  মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ঘটনাস্থলেই আল মাহমুদ ও মুনসুর আলী নামে ২ ডাকাত নিহত হয়। আহত হয় পুলিশের এসআই মোতালেব, কনস্টেবল ওলি ও ৩ ডাকাত। পরে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে।
সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার ফোরকান শিকদার ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি দেশীয় হাসুয়া ও দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!