সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উলাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে যৌথবাহিনী জামায়াত-বিএনপি ৪২ নেতাকর্মীকে আটক করেছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বাকুয়া, বালসাবাড়ি, পঞ্চকোশী ও শহরের কয়েকটি স্থানে বিজিবি, র্যাব ও পুলিশের পদস্থ কর্মকর্তাদের চলা অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেতৃত্ব দেন।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, ম্যাজিষ্ট্রেট, বিজিবি, র্যাব ও পুলিশের শতাধিক সদস্য অভিযানে অংশ নেয়। অভিযানে ৪২জনকে আটক করা হয়েছে। এদের অধিকাংশই জামায়াত-শিবিরের নেতাকর্মী।