সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ চলতি শীত মৌসুমে নিপা ভাইরাস প্রতিরোধে সাপাহারে খেজুর গাছ মালিক, রস সংগ্রহকারী ও বিক্রেতাদের সমন্বয়ে এক কর্মশালা মঙ্গলবার সকাল ১০টায় সাপাহার সদর ইইনিয়ন পরিষদ কার্যালয় এবং দুপুর ১২টায় গোয়ালা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন ভিত্তিক এই কর্মশালায় নিপা ভাইরাস প্রতিরোধে খেজুরের রস পান থেকে বিরত ও সতর্কতার সাথে আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসার বিভিন্ন উপদেশ মুলক পরামর্শ দিয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বিভাষ চন্দ্র মানি, সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী বেনু, ও গোয়ালা ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল। এসময় উক্ত অনুষ্ঠান দুটিতে এলাকার প্রায় শতাধিক খেজুর গাছ মালিক, রস সংগ্রহকারী, বিক্রেতা এবং স্বাস্থ্য কমপ্লেক্্ের এর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সি এস সি পি, স্কুল শিক্ষক, ইউপি সদস্য সদস্যা, সাংবাদিক সহ অসংখ্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।