স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের সিনিয়র সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মামলার সাক্ষীদের সুরক্ষায় শেরপুরে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় পুলিশ সুপার মো. মেহেদুল করিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জন পাল, ৫ উপজেলার ইউএনও ও থানার ওসি, পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা এবং কামারুজ্জামানের মামলার ৯ জন সাক্ষী উপস্থিত ছিলেন।
সভায় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সাক্ষীদের নিরাপত্তা আরও জোরদার করা হবে বলে উলেখ করে তাদেরকে সর্বোতভাবে সহায়তা করার আশ্বাস দেওয়া হয়। যেকোন প্রয়োজনে সাক্ষীদের পুলিশ ও প্রশাসনের সাথে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। পরে জেলা প্রশাসক সাক্ষীদের মধ্যে ৬ জনকে শীতবস্ত্র হিসেবে কম্বল প্রদান করেন।