মেহেরপুর প্রতিনিধি : চলমান পরিস্থিতিকে সামনে রেখে জনগনের জানমালের নিরাপত্তাসহ জনগনের দূর্ভোগ কমাতে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আইন-শৃংখলা বিষয়ক এক বিশেষ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মাহমুদ হোসেনের সভাপতিত্বে ২৩ ডিসেম্বর সোমবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম নাহিদুল ইসলাম, ৩২ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর তারেক মাহমুদ, র্যাব-৬ গাংনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশরাফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন, (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি জহুরুল ইসলাম, জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি ও বাস-মিনিবাস মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ মোঃ গোলাম রসুল, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব সোনা, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কার্যকরী সভাপতি এনামুল হক প্রমুখ। আলোচনা সভায় জনগনের দূর্ভোগ কমাতে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দিয়ে মালিক-শ্রমিক নেতাদের প্রতি গাড়ি চালাবার আহবান জানান প্রশাসন। ওই সময় মালিক-শ্রমিক নেতারা নিজ নিজ সমিতির অন্যান্য সদস্যদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত দেবেন বলে জানান।