মধুখালী(ফরিদপুর) প্রতিনিধি : উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার থেকে প্রায় ৩ কিলোমিটার এলাকা মধুমতি নদীর ভয়াবহ ভাঙ্গনে জনমনে আতংক বিরাজ করছে।ভাঙ্গনের ফলে কামারখালী বাজারসহ রাজধরপুর,ফুলবাড়ী ও গন্ধখালী গ্রামের কয়েকশত পরিবার দিশেহারা হয়ে পড়েছে।
ইতোমধ্যে কামারখালী থেকে বীরশ্রেষ্ঠ মুন্সী আঃ রউফ যাদু ঘরে যাওয়ার কমপক্ষে ৫শ মিটার আধাপাকা রাস্তা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বেশ কিছু বাড়ীঘরসহ ব্যাপক সংখ্যক গাছপালা ভাঙ্গন কবলিত হয়ে পড়ায় নদী পারের মানুষ রাতে নিশ্চিন্তে ঘুমতে পারছে না।বেশ কিছু বাড়ীর মাঝামাঝি ফাটল দেখা দেওয়ায় বাড়ীর মালিকেরা বাড়ী ঘর স্থানান্তরের প্রাণপন চেষ্টায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
নদীর পশ্চিম তীরে বিশাল চর জেগে উঠায় নদীর গতীপথ পরিবর্তনের কারনে ভাঙ্গন ভয়াবহ রূপ ধারন করেছে বলে এলাকা বাসীর ধারনা। অবিলম্বে ভাঙ্গন এলাকা প্রতিরোধের ব্যাবস্থা গ্রহণ করা না হলে আগামী এক সপ্তাহের মধ্যে ৪টি গ্রামের কয়েকশ পরিবার গৃহহীন হয়ে পড়বে বলে আশংকা করা হচ্ছে। সেই সাথে আধাপাকা সড়কের বেড়ীবাধ ভেঙ্গে গেলে আগামী বর্ষা মৌসুমে দুটি ইউনিয়নের ব্যাপক এলাকা বন্যা কবলিত হয়ে পড়বে। স্থানীয় জনপ্রতিনিধি , ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন ও এলাকা বাসী অবিলম্বে সরকারের কাছে ভাঙ্গন প্রতিরোধের কার্যকর পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছে।
সরজমিনে ভাঙ্গন কবলিত এলাকা সাংবাদিকদের পরিদর্শন কালে উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া ,কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান,সাবেক চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী সহ স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন।