কুষ্টিয়া প্রতিনিধি : বাংলাদেশ টেলিভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে কুষ্টিয়ায় র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভার পূর্বে কেক কেটে অনুষ্ঠানের সুচনা করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বর থেকে বর্নাঢ্য র্যালি বের করা হয়। এরপর সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব-উল ফেরদৌস। স্বাগত বক্তব্য রাখেন, বিটিভি’র কুষ্টিয়া জেলা সংবাদ প্রতিনিধি আবদুর রশীদ চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন, কুষ্টিয়ার সিনিয়র তথ্য অফিসার ও কুষ্টিয়া প্রেসক্লাবের আহবায়ক মোঃ তৌহিদুজ্জামান, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুব উন্নয়নের উপ-পরিচালক মোঃ মুরশেদ আলম, কুষ্টিয়া ডায়াবেটিক সমিতির সভাপতি আশরাফ উদ্দিন নজু, প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি তৌহিদী হাসান, কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ রাশেদুল ইসলাম বিপ্ল¬ব, আমাদের সময়ের জেলা প্রতিনিধি শামসুল আলম স্বপন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম, কুষ্টিয়া চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রি’র সহ-সভাপতি এস এম কাদেরী শাকিল প্রমুখ।
বক্তারা বিটিভির সেকাল এবং একাল নিয়ে কথা বলেন এবং সরকারের উন্নয়ন কর্মকান্ডের প্রচারে বিটিভির ভুমিকার প্রশংসা করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা অংশ নেয়।
অনুষ্ঠানে সাংবাদিক, শিল্পী, কবি-সাহিত্যিক সরকারী কর্মকর্তাসহ ও সকল স্তুরের সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।