পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় মঙ্গলবার উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সেবা মাস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালী, গাছের চারা বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালী শেষে ফাউন্ডেশন কার্যালয়ে উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এরশাদ হোসেন মালু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ হেলাল উদ্দিন, আশুতোষ চন্দ্র সরকার । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শফিকুল আলম শাহীন, নূর আহাম্মদ খান রতন, আবুল আরশাদ প্রমূখ।