শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর মতিঝিলে ৫ মে পুলিশ হত্যার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ও দলটির সহ-সভাপতি এবং সাবেক মেয়র সাদেক হোসেন খোকাকে ২ দিন করে পুলিশ রিমান্ডের অনুমতি দিয়েছে আদালত। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের আদালতে হাজির করে ৭ দিন করে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম মোস্তাফিজুর রহমান ওই আদেশ দেন।
২৫ নভেম্বর রাজধানী থেকে হান্নান শাহকে ও ৪ ডিসেম্বর সাদেক হোসেন খোকাকে আটক করে পুলিশ।