নরসিংদী প্রতিনিধি : নাশকতার সাথে জড়িত ব্যক্তিদের ধরিয়ে দেয়ার জন্য নরসিংদী জেলা পুলিশ বিজ্ঞপ্তি জারী করেছেন। গাড়ী ভাংচুর, রেললাইনের ফিসপ্লেট খোলা, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরন ঘটিয়ে জনমনে আতংক সৃষ্টিকারী দুস্কৃতকারীদেরকে হাতে নাতে ধরিয়ে দেয়ার জন্য আহবান জানিয়েছেন নরসিংদী পুলিশ সুপার। নরসিংদী পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রেরিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যারা এধরনের দুস্কৃতকারীদেরকে ধরিয়ে দিবে তাদেরকে পুলিশের পক্ষ থেকে উপযুক্ত পুরস্কার প্রাদান করা হবে। পাশাপাশি সংবাদদাতাদের পরিচয় গোপন রাখা হবে।