নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর ভেলানগরে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) ১০ম শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার শাখাটির উদ্বোধন করনে বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ও পরিচালক আব্দুল কাদির মোলা। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ব্যাংকের এমডি রফিকুল ইসলাম, পরিচালক এম রহমান, ক্যাপটেন মোয়াজ্জেম হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মনজুর এলাহী, আব্দুল কাদির মোলা সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, গ্রাহক আফজাল হোসেন, ব্যাংকের শাখা ব্যবস্থাপক এএম মাজহার হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান, পর্ষদ সদস্য ও ইসি কিমিটির চেয়ারম্যান মাকসুদুর রহমান, পর্ষদ সদস্য মতিউর রহমান বাবু, ইঞ্জিনিয়ার মুখলেছুর রহমান, মোঃ হাফিজুর রহমান বাবু, মোঃ আমজাদ হোসেন, আবু জাফর মোহাম্মদ সফিউদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ নাওয়াজ ও মৃণাল কান্তি দেবনাথ।
বক্তাগন বলেন, আমাদের ব্যাংক ইতিমধ্যে মানুষের আস্তা অর্জন করতে পেরেছে। মানসম্মত সর্বোচ্চ সেবা দিয়ে আমরা ফোর্থ জেনারেশন ব্যাংকের মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে থাকবে বলে প্রত্যাশা করি। আমরা ব্যাংকের উন্নততর সেবা দেওয়ার লক্ষ্যে আর্ন্তজাতিক ক্ষ্যাতি সম্পন্ন সুইজারল্যান্ড ভিত্তিক টি-২৪ সফটওয়ার ব্যবহার করছি। যেটা বাংলাদেশের খুব কম ব্যাংকে রয়েছে। গ্রাহকের সময় অর্থ দুই সাশ্রয়ে আমরা শুরুর দিন থেকেই অন-লাইন সুবিধা দিচ্ছি।