দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : সুস্থ থাকতে হলে পড়াশোনার পাশাপাশি খেলাধূলার কোন বিকল্প নেই। খেলায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি গ্রামীণ বিভিন্ন খেলাধূলার চর্চা চালিয়ে যাওয়ার জন্য জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষকদের আহবান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তারুন্নাহার।
রাজশাহীর দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আখতার জাহানের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল কাদের মন্ডল, বানেছা বেগম, একাডেমিক সুপারভাইজার জুলেখা খাতুন, দুর্গাপুর মহিলা কলেজের অধ্যক্ষ আবদুর রব, দুর্গাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রকাশ চন্দ্র মন্ডল, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদ আলী, আমগাছী শাহারবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব প্রমূখ।