দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে নানা আয়োজনে খৃষ্টান ধর্ম্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শুভ বড়দিন উৎসব । ইতিমধ্যেই উপজেলার ৩৯টি গীর্জা ধোঁয়া মোছার কাজ শেষ করে বর্নিল সাজে সজ্জিত করা হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে প্রতিটি গীর্জা সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রানীখং ধর্ম পলীর পাল পুরোহিত ফাদার যোসেফ ও পাষ্টার মাইকেল পি বাউল জানান, যথা সময়ে প্রতিটি গীর্জায় প্রার্থনা সভা শুরু হবে এবং দেশ ও জাতির কল্যানের জন্য বিশেষ প্রার্থনা করা হবে। সন্ধ্যায় আলোক সজ্জা ও সান্ধ্য প্রার্থনার মাধ্যমে দিবসটি সমাপ্তি ঘটবে।