চুয়াডাঙ্গা সংবাদদাতা : সীমান্তে মানুষ হত্যা, নারী- শিশু পাচার ও মাদক চোরাচালান প্রতিরোধসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্তের ৯৫ নং মেইন পিলার’র কাছে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটেলিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন জগন্নাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার রফিকুল ইসলাম ও ভারতের নদীয়া জেলার চাপড়া থানার কৃষ্ণনগর-১৭৩ বিএসএফ ব্যাটেলিয়ানের গোঙরা ক্যাপম্পর কো্ম্পানী কমান্ডার ইন্সপেক্টর এপি চন্দ্র শিং। বৈঠকে সীমান্তে মানুষ হত্যা, নারী- শিশু পাচার ও মাদক চোরাচালান প্রতিরোধসহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে দু’দেশের সীমান্তরক্ষীদের মধ্যে বিশদ আলোচনা হয়।