ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, ষোষিত নির্বাচনী তফলিশ বাতিল ও শীর্ষ নের্তৃবৃন্দের মুক্তির দাবীতে ১৮ দলের ডাকা ৮৩ ঘন্টা অবরোধের শেষ দিন মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলা বিএনপির উদ্যোগে সড়ক অবরোধ করে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান খান আলী মুনসুরের সভাপতিত্বে জাকারিয়া সুপার মার্কেট চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, সংগঠনিক সম্পাদক শেখ মতিয়ার রহমান বাচ্চু, চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার, শেখ আতিয়ার রহমান, শেখ জয়নাল আবেদিন, গাজী আ: হালিম, মোল্যা মসিউর রহমান, শেখ হাফিজুর রহমান, খান ইসমাইল হোসেন, শেখ শাহিনুর রহমান, মোল্যা কবির হোসেন, মনির হোসেন গোলদার, শেখ আ: মান্নান, দেলোয়ার হোসেন, শেখ ফরহাদ হোসেন, হাফেজ মতিয়ার রহমান, মাও: খলিলুর রহমান, নিত্যানন্দ মন্ডল, মোল্যা একরামুল হোসেন, আবুল হোসেন সরদার, আহম্মাদ আলী ফকির, মোল্যা সুলতান আহম্মেদ, আবুল কাশেম মোল্যা, আব্দুর রাজ্জাক, মলিক সিদ্দিকুর রহমান পারু, শফিকুল খান, শহীদ মোড়ল, পরিতোষ কুমার বালা, আশিকুর রহমান, শাহিন শেখ, সোহরাব হোসেন, জাহাঙ্গির সরদার, মিজানুর রহমান, মোনায়েম গাজী, মাহবুর রহমান পিকুল, শাহাজালাল মোড়ল, জিলুর রহমান, মাহমুদুল শেখ, মোল্যা মনিরুল, মাও: আব্দুস সালাম, শহীদ খান, গাজী আব্দুল আজিজ, মুনসুর মেম্বর, কোবাদ শেখ, মোস্তফা মেম্বর, হায়দার খান, মহিতুর রহমান, ফরিদুল ইসলাম, তাজ খান, আবুল কাশেম, শেখ আব্দুল হালিম, মোজাহার আলী, মুজিবর সরদার, গৌর বিশ্বাস, শেখ হাবিবুর, আব্দুল খালেক, পারভেজ গাজী, সোহাগ গোলদার, মনিরুল শেখ, সৌমিত বৈরাগী, কল্যান বাড়ই, বিজয়, মনু সরদার, জামিনুর শেখ, মোস্তফা, ফরিদুল মোল্যা, রুহোল, মাহবুর, স্বপন কুমার, কৌশিক, শেখ হুমায়ুন, ছুটুল বিশ্বাস, আলম মহালদার, শহিদুজ্জামান বেল্টু, লিটন শেখ, নূর ইসলাম, সালাতুল শেখ, খোকন মোড়ল, আকবর আলী, হাফেজ আব্দুর রশিদ, আবু মুসা, ঈমান আলী প্রমুখ। নেতৃবৃন্দ বিএনপির নেতা নূর ইসলাম মেম্বর ও শাহীন সহ গ্রেফতারকৃত সকল নেতৃবৃন্দের মুক্তির দাবী জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল ডুমুরিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিন করে।