ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধিঃ ডুমুরিয়া থানা পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াত-বিএনপি’র ৯জন নেতা-কর্মীকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
ডুমুরিয়া থানার ওসি শাহ মোঃ আওলাদ হোসেন জানান, উপজেলার বিভিন্ন স্থানে জামায়াত-বিএনপির নেতৃত্বে নৈরাজ্য ও নাশকতার প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় উপজেলা সদরের জামায়াত নেতা মোঃ আতিয়ার রহমান(৬২), শোভনা বাগআচঁড়া গ্রামের শিবির কর্মী মোঃ সোহরাব হোসেন(৩৫), শরাফপুর সেনপাড়া এলাকার মোঃ রফিকুল মোড়ল(৪৩), ধামালিয়ার চেচুঁড়ি গ্রামের মোঃ গোলাম রসুল মোড়ল(২৮), একই এলাকার আঃ মান্নান গাজী(৪৫), বরুনা গ্রামের ছাত্রশিবির নেতা মোঃ ইকরামুল হোসেন,তুহিন(২২), টোলনা এলাকার ছাত্রদল নেতা ইমরুল হোসেন বিশ্বাস(২৪), বরুনা এলাকার ইউপি সদস্য ও যুবদল নেতা নুর ইসলাম(৩২), একই গ্রামের বিএনপি কর্মী মোঃ শাহীন মোল্যাকে(২৮) আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে ভাংচুর, নাশকতা ও পুলিশ ক্যাম্পে হামলার অভিযোগ রয়েছে।