টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ভূয়াপুরে ৪৩তম জাতীয় স্কুল মাদ্রাসা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেট ফাইনাল সোমবার ভূযাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহন করে ভূয়াপুর পাইলট উচ্চ বিদ্যালয় এবং টেপীবাড়ি উচ্চ বিদ্যালয়। খেলায় ভূযাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ৮১ রানে টেপীবাড়ি উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। ভূয়াপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের রনি ৬২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। বিকাল ৬টায় বিজয়ীদের মাঝে অতিথীরা পুরুস্কার তোলে দেন।