চুয়াডাঙ্গা প্রতিনিধি : ১৮ দলের ডাকা ৮৩ ঘন্টার অবরোধের শেষ দিনে মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বেশ কয়েকটি অটো রিক্সা ভাংচুর করেছে। এছাড়া ভোরে জীবননগরের আনসারবাড়িয়া এলাকায় লাইনের কাঠের স্লিপারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে অবরোধকারীরা। আগুন দেখে দ্রুত রেল লাইন পাহারত আনছার সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলায় লাইনে বড় ধরনের কোন ক্ষতি না হওয়ায় ট্রেন চলাচল স্বভাবিক আছে।
১৮ দলের ডাকা ৮৩ ঘন্টার অবরোধের শেষ দিনে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে শহীদ আবুল কাশেম সড়কে অবস্থিত চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চুয়াডাঙ্গা নিউ মার্কেট এলাকা অতিক্রম করার সময় মিছিল থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বেশ কয়েকটি অটো রিক্সা ভাংচুর করে। মিছিলটি চুয়াডাঙ্গা সদর থানা অতিক্রম করতে গেলে পুলিশি বাধার মুখে পড়ে আর এগুতে পারেনি। সেখান থেকে মিছিলটি দলীয় কার্যালয়ে ফিরে মহা সড়কের উপর সংক্ষিপ্ত এক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি ও জেলা শ্রমিক দলের সভাপতি এম জেনারেল, পৌর বিএনপির সভাপতি আবু জাফর মন্টু, মজিবুল হক মালিক মজু, জেলা যুব দলের যুগ্ন আহবায়ক মোকাররম হোসেন, ছাত্র দলের যুগ্ন আহবায়ক এম, এ তালহা, মঞ্জুরুল জাহিদ প্রমুখ।
এছাড়া ভোরে জীবননগরের আনসারবাড়িয়া এলাকায় লাইনের কাঠের স্লিপারে পেট্রোল ঢেলে আগুন দিয়েছেঅবরোধকারীরা। আগুন দেখে দ্রুত রেল লাইন পাহারত আনছার সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলায় লাইনে বড় ধরনের কোন ক্ষতি না হওয়ায় ট্রেন চলাচল স্বভাবিক আছে।