চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের চিতলমারী উপজেলার কুনিয়া-বাকপুর অঞ্চলে বিরোধী দলের অবরোধের দ্বিতীয় দিন শনিবার সড়কের গাছ কেটে রাস্তায় ফেলে রেখে অবরোধ পালনের অভিযোগে বিএনপি ও জামাতের ১৩১ জনকে এজাহারে নাম উলেখ করে আরো ৫০ থেকে ৬০ জনের নাম অজ্ঞাত রেখে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

পুলিশের দেয়া তথ্যে জানাগেছে, শনিবার ২২ ডিসেম্বর বিকেল ৫টায় ১৩১ জন নেতা কর্মী রাস্তায় গাছ কেটে জনসাধারনের চলাচল ও যানচলাচল বন্ধ করে রাখে। পুলিশ সংবাদ পেয়ে তাৎক্ষণিক ভাবে ঘটনামূলে পৌছায় ও সড়কের গাছ সরিয়ে যানচলাচল স্বাভাবিক করে দেয়। এ ঘটনায় চিতলমারী থানার এসআই সোলাইমান বাদী হয়ে ২৯নং একটি মামলা দায়ের করেছে ২৩ ডিসেম্বর। এ ব্যপারে চিতলমারী থানার বিএনপি সাধারন সম্পাদক মমিনুল ইসলাম টুলু সাংবাদিকদের জানান, চিতলমারীতে সরকার বিরোধী কোন কর্মসূচি পালিত হয় নাই। আমাদের দলীয় নেতা কর্মীদের নামে পুলিশ যে মামলা করেছে উক্ত মামলা সম্পূর্ণ মিথ্যা। আমি এর তীব্র নিন্দা জানাই।
