চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ থানাপাড়া সোয়ালোজ প্রশিক্ষণ কেন্দ্রে এগ্রিকালচারাল রাইটস প্রোগ্রাম আয়োজনে স্থানীয় সরকার ও মিডিয়া মার্কেট চ্যানেলের সাথে মঙ্গলবার সকালে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মত বিনিময় সভায় থানাপাড়া সোয়ালোজ ডিএস নির্বাহী পরিচালক রায়হান আলীর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চারঘাট পৌর মেয়র নার্গিস খাতুন। স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক মাহমুদা বেগম গিনি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরদহ ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মধু, চারঘাট ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সরকার। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চারঘাট প্রেসক্লাবের সভাপতি এস এম মোজাম্মেল হক, শিক্ষক কাবিল উদ্দিন, কৃষক সংগঠনের সভাপতি আরসাদ আলী, দৈনিক সানশাইন ও শ্যামলবাংলা২৪ডটকম প্রতিনিধি নজরুল ইসলাম বাচ্চু, এফও আঃ হকসহ সুশীলসমাজ, কৃষক প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও চারঘাট প্রেসক্লাবের সদস্যবৃন্দ। বক্তারা বলেন কৃষকরা উৎপাদিত পন্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, জৈব কৃষি সম্পর্কে সচেতনতা বাড়ানো, তথ্য সেন্টার তৈরি, জেন্ডার ও কৃষকদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণের আয়োজন করা বিষয়গুলো প্রাধান্য পায়।