চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ ব্র্যাক ওয়াশ চারঘাট শাখার উদ্দোগে মোক্তারপুর ট্রাফিক মোড়ে মঙ্গলবার সকালে ১১ টায় ব্র্যাক ওয়াশ অতি দরিদ্র দুঃস্থ গরীব সদস্যদের মাঝে ২০টি পরিবারকে রিং-স্লাব, সাবান, বেড়া ও স্যানিটেশনের যাবতীয় উপকরণ সামগ্রী বিরতণ করেন রাজিয়া খাতুন ব্র্যাক ওয়াশ সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক, রাজশাহী। এ সময় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যবস্থাপক ফারুক হোসেন খান, চারঘাট শাখার ব্র্যাক ওয়াশ ম্যানেজার ফরহাদ আলী, পৌর কাউন্সিলরসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।