শ্যামলবাংলা ডেস্ক : গুগলের সার্চ ট্রেন্ডে প্রথমবারের মতো যুক্ত হলো বাংলাদেশ। বাংলাদেশের ক্ষেত্রে এ বছর শুধু ‘ট্রেন্ডিং সার্চেস’ ও ‘পিপল’ এ দু’টি বিভাগের সার্চ প্রকাশ করা হয়। এতে দেখা যায়, ‘ট্রেন্ডিং সার্চেস’-এর ক্ষেত্রে বাংলাদেশ থেকে এ বছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে পরীক্ষার ফলাফল। এ তালিকায় প্রথম ও দ্বিতীয় অবস্থানে আছে যথাক্রমে এসএসসি রেজাল্ট ২০১৩’ ও ‘এইচএসসি রেজাল্ট ২০১৩’। শীর্ষ ১০ এর শেষ অবস্থানে আছে ‘এডুকেশন বোর্ড রেজাল্ট’।
সার্চ ট্রেন্ডে তৃতীয় অবস্থানে রয়েছে ফেইসবুক। চতুর্থ অবস্থানে রয়েছে ক্লাসিফায়েড বিজ্ঞাপন ও ই-কমার্স সাইট ‘বিক্রয়’। সার্চে পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে ভারতীয় হিন্দি মুভি ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘আশিকি ২’। খবরের সাইট ‘বিডিনিউজ২৪ডটকম’ ঠাঁই পেয়েছে সপ্তম অবস্থানে। অষ্টম ও নবম অবস্থানে রয়েছে যথাক্রমে ‘অগ্রণী ব্যাংক’ ও ‘রূপালী ব্যাংক’।
‘পিপল’ বিভাগে সার্চের শীর্ষে রয়েছেন সড়ক দুর্ঘটনায় নিহত হলিউড অভিনেতা পল ওয়াকার। দ্বিতীয় স্থানে রয়েছেন আত্মহত্যার পথ বেছে নেয়া ভারতীয় অভিনেত্রী জিয়া খান। তৃতীয় অবস্থানে আছেন সম্প্রতি মৃত্যুবরণ করা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলা। একমাত্র বাংলাদেশি হিসেবে শীর্ষ দশে ঠাঁই পাওয়া অভিনেত্রী মিতা নূর আছেন চতুর্থ স্থানে। পঞ্চম থেকে নবম স্থানে রয়েছেন যথাক্রমে ভারতীয় চলচ্চিত্রজগতের বাসিন্দা শ্রদ্ধা কাপুর, আলিয়া ভাট, সুরজ পাঞ্চোলি, প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষ ও আদিত্য রায় কাপুর। দশম অবস্থানে ভেনিজুয়েলার হুগো শাভেজ।