মঙ্গলবার , ২৪ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ২ সহোদর নিহত : আটক ৪

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৪, ২০১৩ ১২:১২ অপরাহ্ণ

moulvibazar-map_1594মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দায়ের কুপে নিহত হয়েছেন আপন দুই ভাই। ২৩ ডিসেম্বর সোমবার মধ্যরাতে ওই ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে কর্মধা ইউনিয়নের বুধপাশা গ্রামের মৃত জয়াদ উল্লার দুই ছেলে আলফু মিয়া (৪৫) ও মাসুক মিয়া (৪০)। এ ঘটনায় ৬ জন  আহত হয়েছেন । আহতদের মধ্যে  পূর্ব দিঘলকান্দি গ্রামের আকবর আলীর স্ত্রী আকলিমা বিবি (৫০) ও সুন্দর আলীর মেয়ে নাসিমা(১৬)সহ দুইজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। অপর আহতদের আটক ৪ জন পুলিশ প্রহরায় কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে । আটকরা হচ্ছে কর্মধা ইউনিয়নের পূর্ব দিঘলকান্দি গ্রামের মৃত মহরম আলীর ছেলে সুন্দর আলী (৪০), সিকন্দর আলী (২৮), সুহেল মিয়া(৩০) ও আরমান মিয়ার স্ত্রী ফুলবি বিবি (৫৮) ।

Shamol Bangla Ads

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের পূর্ব জের ধরে দিঘলকান্দি গ্রামের সুন্দর আলী গংরা  সোমবার দিবাগত রাত ১২ টায় ঘর তৈরী করে জমি দখল করতে গেলে অপর পক্ষ  আলফু মিয়া ও মাসুক মিয়া বাঁধা দিতে গেলে একপর্যায়ে সংঘর্ষ বাঁধে  এতে সুন্দর আলী গংরা উত্তেজিত হয়ে দা দিয়ে কুপিয়ে তাদেরকে খুন করে। এ অবস্থায় তাদেরকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন ।

এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। তারা আহত অবস্থায় পুলিশ পাহারায় কুলাউড়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অপরদিকে এ ঘটনায় পূর্ব দিঘলকান্দি গ্রামের আকবর আলীর স্ত্রী আকলিমা বিবি(৫০) ও সুন্দর আলীর মেয়ে নাসিমা(১৬)সহ দুইজনকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়।

Shamol Bangla Ads

কুলাউড়া থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!