কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন ২৫ ডিসেম্বর । এ উপলক্ষে গাজীপুর জেলার কালীগঞ্জের গির্জাগুলোতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এজন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা বড়দিন উদ্যাপন কমিটি। বড়দিনকে ঘিরে উপজেলার খ্রীস্টান ধর্মাবলম্বীদের মাঝে বইছে খুশির জোয়ার। আর এ উপলক্ষে উপজেলার ৫টি মিশনের তুমলিয়া, নাগরী, মঠবাড়ি, রাঙ্গামাটি ও দড়িপাড়া গির্জাকে বর্ণিল আলোক সাজে সজ্জিত করা হয়েছে।
অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহ্সান তালুকদার জানান, দেশের বর্তমার পরিস্থিতিতে যে কোন সন্ত্রাসী অথবা স্বার্থান্বেষী মহল দেশের ভাবমূর্তি ক্ষুণœ করার লক্ষ্যে নাশকতা চালাতে পারে। তাই বড়দিনের অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পাদনের জন্য আজ থেকেই উপজেলার সকল গির্জাগুলোতে নিরাপত্তা জোড়দার করা হয়েছে। এজন্য অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কালীগঞ্জের গুরুত্বপূর্ন রাস্তায় টহল ও অনুষ্ঠানস্থলে র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে।