আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও কলারোয়া পাইলট হাইস্কুলের প্রাক্তন সিনিয়র শিক্ষক প্রয়াত মেহেরুলাহর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের কলারোয়াস্থ বাসভবনে আয়োজিত ওই দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সহ.সভাপতি অধ্যক্ষ রইছউদ্দীন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ.সভাপতি বজলুল করিম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আব্দুর রকিব মোল্যা, শ্রমিকদল সভাপতি আজহারুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রয়াত নেতার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব শেখ তামিম আজাদ মেরিন।