স্টাফ রিপোর্টার : শেরপুরে জাপা চেয়ারম্যান এরশাদের মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে জেলা জাতীয় পার্টি। ২৪ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে শহরের নতুন বাজার জাপা কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদ সম্মেলনে জেলা জাপার সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ উদ্দিন বক্তব্য রাখেন। এসময় সহ-সভাপতি মো. আব্দুল হালিমসহ জেলা জাতীয় পার্টি, জাতীয় যুব সংহতি, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি ও কৃষক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অবিলম্বে জাপা চেয়ারম্যান এরশাদের মুক্তি দাবি করে ৫ জানুয়ারীর সাজানো নির্বাচন স্থগিত করার জন্য সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানানো হয়। ওইসময় জাপা নেতৃবৃন্দ দাবি করেন পার্টি চেয়ারম্যান এরশাদের নির্দেশে জিএম কাদের ও রুহুল আমিন হাওলাদারের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ আছেন এবং এ নির্বাচন বর্জন করেছেন।