শ্যামলবাংলা ডেস্ক : ইরাকে টেলিভিশন স্টেশনে অজ্ঞাতনামা বন্দুকধারীর গুলিবর্ষণের ঘটনায় ৫ সাংবাদিক নিহত হয়েছে। ২৩ ডিসেম্বর সোমবার ওই ঘটনা ঘটে। এছাড়া সেনা ঘাঁটিতে বোমাবর্ষণের পৃথক ঘটনায় আরও ১৭ জন হতাহত হয়েছে। খবর আলজাজিরা।
জানা যায়, বন্দুকধারীরা তিকরিতের সালাহউদ্দিন টিভি স্টেশনটিতে হামলা চালিয়ে তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। ওই ঘটনায় প্রধান বার্তা সম্পাদকসহ কপি এডিটর, প্রযোজক, উপস্থাপক ও আর্কাইভ ম্যানেজার নিহত হয়। ওই ঘটনায় আরও ৫ সাংবাদিক আহত হয়েছে।
এছাড়া অন্য ঘটনায় আবু গারিব এলাকায় মর্টার হামলায় ১৭জন নিহত হয়েছে। বাগদাদের দক্ষিণের আবু গারিব এলাকার সেনা ঘাঁটিতে এ হামলা চালানো হয়। এতে একজন ব্রিগেড কমান্ডার, ৩ জন অন্য অফিসার ও ২ জন সৈনিক নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা। এছাড়া আরও কয়েকটি বোমা বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা মিলিয়ে বাগদাদে সোমবার আরও ৯ জন নিহত ও ২১ জন আহত হয়েছে।