চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের চার নতাকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন, আশাননগর গ্রামের আকরাম আলীর ছেলে বিএনপি নেতা লিমন আলী (৩৫), বেলগাছি গ্রামের ইসাহাক আলী শাহর ছেলে জাহিদুল ইসলাম (৪০), কালিদাসপুর গ্রামের ছানোয়ার হোসেনের ছেলে জামায়াত নেতা আলাউদ্দীন (৩৮) ও বেলগাছি গ্রামের কওসার আলীর ছেলে শওকত আলী (৩৭)। মঙ্গলবার বেলা ১১ টায় তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার রাত তিনটার দিকে আলমডাঙ্গা থানার এস আই লুৎফর কবীর ও এস আই আনিছুর রহমান ফোর্সসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতে চার নেতাকে আটক করে। সরকারি কাজে বাধা প্রদান, নাশকতা ও পুলিশের উপর হামলার অভিযোগে তাদেরকে আটক করা হয়।