সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাপাহারে চরম সার সংকট রবি শস্য হুমকির মুখে

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৪:৫৮ অপরাহ্ণ

SAMSUNG DIGITAL CAMERAসাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ বিরোধী দলের টানা হরতাল অবরোধ ও মিলের সার সরবরাহ না থাকার কারনে নওগাঁ জেলার সীমান্তবর্তী ঠাঁঠাঁ বরেন্দ্র এলাকার সাপাহারে সরবরাহ সংকটে সার নিয়ে কৃষকগন দারুন বিপাকে পড়েছে। অনেকের মতে সার ছুটছে কৃষকের পিছনে সরকারের এই মহতি কার্যকলাপ এখন ব্যহত হতে বসেছে।

Shamol Bangla Ads

বর্তমানে এলাকার কৃষককুল কৃষি কাজে অতীতের ক্ষতি পুষিয়ে নিতে ব্যাপক হরে গম, সরিষা, বিভিন্ন ধরনের শাক সব্জি সহ রবি  সশ্যে মাঠ ভরিয়ে ফেলেছে। এখন সেচ দিয়ে সার প্রয়োগের উত্তম সময়ে তারা বাজারে পর্যাপ্ত হারে সার না পেয়ে ক্ষেতে সার দিতে পারছেনা। কখনো কোন সার ডিলারের গুদামে সার এলে সারা উপজেলার মানুষ সার নিতে ভিড় জমাচ্ছে ওই দোকানে। ফলে এক বস্তা সার সংগ্র করতে লাইন দিয়ে সার নিতে সারা দিন কাটাতে হচ্ছে তাদের।

কোন কোন সময় আবার গোপনে অতিরিক্ত টাকা দিয়ে অনেক দোকানদার সাধারণ লোকের নিকট সার বিক্রি করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। তবে সুষ্ঠ ও শক্ত হাতে সার বিতরনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন মিঞা ও কৃষি বিভাগকে সার্বক্ষনিক মনিটরিং করতে দেখা গেছে। ক্রেতা সামাল দিতে মাঝে মধ্যে পুলিশের উপস্থিতিতে  অনেক ডিলারকে সার বিতরন করতে দেখা গেছে। দেশের রাজনৈতিক পরিস্থিতির কারনে কৃষকের পিছনে সার ছুটছে সরকারের এ ধরনের কার্যকলাপ এখন অনেকটাই ব্যাহত হতে বসেছে বলে অভিজ্ঞ কৃষক ও সচেতন মহল মনে করছে। সাপাহার উপজেলায় এবার রবি মৌসুমে ৮হাজার ৬শ’ ৫০হেঃ জমিতে গম, ২হাজার ৫শ’ ৬০হেঃ জমিতে সরিষা,৮শ’৯৫হেঃ জমিতে আলু ও ৫শ’২০হেঃ জমিতে বিভিন্ন ধরনের শাক শব্জি চাষাবাদ করেছে বলে উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে। সার সংকটের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন এর সাথে কথা হলে তিনি জানান যে সরকারী ভাবে বাফার এর সার ৮০ভাগ ও মিলের সার মাত্র ২০ভাগ সরবরাহ দেয়ায় এ সার সংকটের সৃষ্টি হয়েছে।

Shamol Bangla Ads

বাফার হতে সরবরাহ কৃত ইউরিয়া সার গুলি জমাট বেঁধে পাথরে পরিনত হওয়ায় কৃষকগন সারগুলি লোহা দিয়ে ভেঙ্গে গুড়া করতে পারছেনা এবং জমিতে উপরি প্রয়োগের চরম অসুবিধা হচ্ছে। ফলে বাফারের সার পর্যাপ্ত পরিমান সরবরহ থাকলেও কৃষককুল বাফারের সার না নিয়ে সকলেই ছুটছে মিলের সরবরহ কৃত সারের দিকে। আর এ জন্যই বাজারে এক ধরনের সার সংকট দেখা দিয়েছে। এলাকার কৃষকগন এ সারের নাম দিয়েছে হাড্ডি সার। তারা ব্যাবহার অনোপযোগী বাফারের এই হাড্ডি সারগুলি সরবরাহ না করে রবি শস্যে বিপ্লব ঘটানোর জন্য জরুরী ভিত্তিতে মিলের ইউরিয়া সার সরবরাহ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!