কালিয়া (নড়াইল) প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন হোসেন বলেছেন, কোন প্রকার পক্ষপাতিত্ব না করে সততা ও স্বচ্ছতার মাধ্যমে চেয়ারম্যানদের ন্যায় বিচার করতে হবে। তাহলেই সমাজের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বিচারিক সুবিধা সৃষ্টির মাধ্যমে মানবাধিকার পরিস্থিতি ও প্রক্রিয়া উন্নত হবে। অন্যথায় সরকারের গৃহিত পদক্ষেপ বা প্রণীত গ্রাম আদালত আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত হবে না। ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে স্থানীয় বিচার ব্যবস্থা শক্তিশালীকরণ ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গ্রাম আদালত কার্যকরীকরণে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত মতবিনিময় কর্মশালায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যানদের উদ্দেশ্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্প কালিয়া শাখার উদ্যোগে উপজেলা প্রশাসন ও ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক সোমবার সকালে নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উক্ত মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালিয়া পৌর মেয়র এ্যাড. ইমদাদুল হক টুলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পলাশ কুমার, সমাজসেবা কর্মকর্তা অসীত কুমার সাহা, কৃষি কর্মকর্তা এস এম খালিদ সাইফুলাহ্, শিক্ষা কর্মকর্তা এবিএম নাজমুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম। গ্রাম আদালত কার্যকরীকরণের অগ্রগতি, সফলতা ও প্রতিবন্ধকতা বিষয়ে কর্মশালায় গুরুত্বপূর্ণ মতামত প্রকাশ করে বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুল ইসলাম, পলী উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, পহরডাঙ্গা ইউপি চেয়ারম্যান আহসান আলী, মাউলী ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ খান, নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ মাসুমার রহমান মাসুম, সিবিও সদস্য নাদিরা খাতুন, হামিদপুর ইউপির সচিব মিঠুয়ার রহমান, প্রমুখ। সংশি¬ষ্ট প্রকল্পের কালিয়া উপজেলা সমন্বয়কারী মহিদুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় কর্মশালায় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, প্রকল্পভুক্ত ইউনিয়নের সচিবগণ, আদালত সহকারী ও মাঠকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। মত বিনিময় কর্মশালা শেষে বিকালে কালিয়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গ্রাম আদালত এর উপজেলা বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
