সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রামগঞ্জে মহাজোট প্রার্থীর হেলিকপ্টারে আগমন : উৎসুক জনতার ভীড়

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৫:৫২ অপরাহ্ণ

Noukaরামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি : বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এম এ আউয়াল ল²ীপুর-১ রামগঞ্জ আসনে মহাজোট মনোনীত প্রার্থী হয়ে আওয়ামীলীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনায় নেমেছেন।

Shamol Bangla Ads

গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রামগঞ্জে আগমন করে গাড়ীতে করে শহরের ডাক বাংলায় উঠেন। হেলিকপ্টারটি রামগঞ্জ পৌরসভা পরিষদের ছাদে অবতরণ করে। এসময় পৌর শহরের আশপাশের এলাকা থেকে শতশত উৎসক জনতা হেলিকপ্টারটি দেখতে পৌরসভার মাঠ প্রাঙ্গনে এসে ভিড় জমায়। দুপুর ২টার দিকে মহাজোটের উদ্যোগে রামগঞ্জ জিয়া শপিং কমপ্লেক্স মিলনায়তনে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহানের সভাতিত্বে ও পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লিটনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব ও লক্ষীপুর-১ রামগঞ্জ আসনের মহাজোটের মনোনীত প্রার্থী এম এ আউয়াল, বিশিষ্ট অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মনির হোসেন চৌধুরী, শাহজাহান বাবুল মোল্লা, সাধারন সম্পাদক আকম রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক বেলাল আহম্মদ, করপাড়া ইউপির চেয়ারম্যান মজিবুল হক মজিব প্রমুখ।

Shamol Bangla Ads

এ সময় উপস্থিত ছিলেন পৌর ও উপজেলা আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সভায় নেতৃবৃন্দ মহাজোট প্রার্থী এম এ আউয়ালকে নৌকা প্রতীকে আগামী ৫ জানুয়ারী নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। এ সময় ল²ীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি সফিকুল ইসলামকে মহাজোট মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতস্ত্র প্রার্থী হয়ে লক্ষীপুর-১ রামগঞ্জ আসনে নির্বাচন করায় আওয়ামী লীগ থেকে বহিস্কারের ঘোষণা করা হয়। সভা  শেষে বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব মহাজোটের মনোনীত প্রার্থী এম এ আউয়াল হেলিকপ্টার যোগে ঢাকায় ফিরে যান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!