ইয়ানুর রহমান (যশোর) : যশোরের গণজাগরণ মঞ্চের সংগঠক বাপ্পা দিত্য বসুর ওপর বোমা হামলার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রবিবার বিকেলে যশোরের গণজাগরণ মঞ্চের উদ্যোগে শহরের প্রজন্ম চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দড়াটানা মোড়, এমকে রোড ও চৌরাস্তা হয়ে প্রজন্ম চত্বরে এসে শেষ হয়।
মিছিল শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, যশোরের গণজাগরণ মঞ্চের আহবায়ক কাজী আব্দুস শহীদ লাল, বিবর্তন যশোরের সভাপতি সানোয়ার আলম খান দুলু, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু ।
সমাবেশে বক্তারা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, যতই হামলা চালানো হোক আন্দোলন দমানো যাবে না। যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার গণজাগরণ মঞ্চের কর্মীদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। আন্দোলনের মাধ্যমে সকল যুদ্ধাপরাধীর বিচারের রায় কার্যকর করা হবে। কাদের মোলার ফাঁসির পর পাকিস্তান পার্লামেন্টে নিন্দা প্রস্তাবের মাধ্যমে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেছে। গণজাগরণ মঞ্চের ঘোষণা অনুযায়ী যশোরেও পাকিস্তানী পণ্য বর্জনের আহবান জানাচ্ছি। আমরা সবাই পাকিস্তানী পণ্য বর্জন করবো।
সমাবেশে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ অধ্যাপক সন্তোষ হালদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হারুন অর রশিদ, সিপিবি জেলা সভাপতি অ্যাডভোকেট আবুল হোসেন, সিপিবি নেতা ইলাহদাদ খান, ওয়ার্কার্স পার্টির নেতা জাকির হোসেন হবি, উদীচী সভাপতি সোমেশ মুখার্জি, তির্যক যশোরের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন, বিবর্তন যশোরের সাংগঠনিক সম্পাদক ও যশোর সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক এইচআর তুহিন, শেকড়ের সাধারণ সম্পাদক রওশন আরা রাশু, স্পন্দনের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ।