মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার কুলাউড়া উপজেলার জিআর মামলার আসামি উলাদ মিয়া(৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার দুপুর ২ টায় সিলেট এম এজি ওসমানী হাসপাতালে তিনি মারা যান।হাজতি নং (৭১/১২/১৩)। সে কুলাউড়া পৌর শহরের কুলাউড়া গ্রামের মৃত ছত্তার মিয়া ওরফে ময়না’র ছেলে।
কুলাউড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা(তদন্ত) দিলিপ কুমার দাস জানান, উলাদ মিয়া জিআর মামলার বিচারাধীন আসামি হিসেবে মৌলভীবাজার কারাগারে ছিলেন। রোববার রাতে সে মৌলভীবাজার কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারাকর্তৃপক্ষ তাৎক্ষনিক তাকে সিলেট এম এজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।পরে সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ।