মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে দুই দিনব্যাপী স্বাস্থ্যমেলা সম্পন্ন হয়েছে। মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের সম্মুখে রবিবার থেকে শুরু হয় নারীবান্ধব হাসপাতাল কর্মসূচীর অধীনে দুইদিনব্যাপী স্বাস্থ্যমেলা। মেলায় ১৬টি স্টল স্থান পায়। স্টলগুলোতে মা ও নবজাতক শিশুর স্বাস্থ্য সেবা, রক্তের গ্রুপ নির্ণয়, এইচআইভি এইডস, হিজড়া, প্রতিবন্ধি, পরিবার পরিকল্পনা, ম্যালেরিয়া ও ক্যান্সার ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাউন্সিলিং এর উদ্যোগ নেওয়া হয়।
২৫০ শয্যা সদর হাসপাতাল ও জেলা স্বাস্থ্য সেবা গ্রহিতা ফোরাম যৌথভাবে মেলাটি আয়োজন করে। আয়োজকরা জানিয়েছেন, প্রতিবছর আয়োজিত এই মেলায় প্রচুর দর্শনার্থী ও সেবা গ্রহিতাদের আগমন ঘটে।
সমাপনী দিনে সোমবার দুপুরে কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন জেলা সিভিল সার্জন ডা. গোলাম রাজ্জাক চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. দীনেশ সূত্র ধর, রাশিদা খাঁন, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আনহার আহমদ, বিএমএসএফের সম্পাদক ফেরদৌস আহমদ, মৌলভীবাজার প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক এম শাহাজান আহমদ। রবিবার স্বাস্থ্যমেলা উদ্ধোধন করেন মৌলভীবাজারের জেলা প্রসাশক মো.কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাব সম্পাদক এস এম উমেদ আলী। সার্বিক অনুষ্টান পরিচালনা করেন মহিবুর রহমান ও সাইফুর রহমান।