মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সিবিএসডিপি’র উদ্যোগে রবিবার সকালে সিবিএসডিপি’র অফিস মিলনায়তনে বিধবা ও তালাক প্রাপ্ত মহিলা, পাচারের ঝঁকিপূর্ন নারী ও শিশু, স্কুল থেকে ঝরে পড়া দুস্থ, অসহায় দরিদ্র মহিলা দর্জি প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ পত্র বিতরণ করা হয়।
৬ মাস মেয়াদী দর্জি প্রশিক্ষনের ৩১ জন প্রশিক্ষনার্থীর মধ্যে সনদপত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রজেক্ট ইনচার্জ ক্লেমেন্ট অরুন মন্ডল, ক্রেডিট ইনচার্জ জান মোহাম্মদ মোল্লা, হিসাব রক্ষক ফিলিপ মল্লিক, জেমস প্রভুদান মন্ডলসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।