সোমবার , ২৩ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মেহেরপুরে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল : রাজনগরে জামায়াত-শিবিরের বিক্ষোভ

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২৩, ২০১৩ ৪:০৪ অপরাহ্ণ

Pic-1মেহেরপুর প্রতিনিধি : ১৮ দলীয় জোটের ডাকা ৮৩ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাটার মোড়ে পুলিশি বাধায় জোটের সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ পন্ড হয়েছে। এছাড়া রাজনগরে জামায়াত-শিবির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
রবিবার সকাল সাতটার দিকে মেহেরপুর-কাথুলী সড়কে কায়েম কাটার মোড় এলাকায় জেলা ছাত্র শিবিরের সভাপতি সাইফুল ইসলামের নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করার চেষ্টা করলে তা পুলিশি বাধার মুখে পন্ড হয়ে যায়। ওই সময় অবরোধকারীরা সড়ক ছেড়ে মাঠের মধ্যে অবস্থান নেয় এবং বিক্ষোভ প্রদর্শন করে ও কয়েকটি ককটেলের বিষ্ফোরণ ঘটনায়। এর আগে থেকে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল জলিল ও সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলামের নেতৃত্বে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলো। পুলিশ সড়কের উপরে অবস্থান নিয়ে যানবাহন চলাচল করতে সহায়তা করে। এক পর্যায়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। সকাল পৌনে নয়টার দিকে অবরোধকারীরা ও পুলিশ ঘটনাস্থল ছেড়ে চলে যায়। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশের পক্ষ থেকে ৪টি টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে বলে জানান সহকারী পুলিশ সুপার আব্দুল জলিল।
এদিকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর সড়কে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতা-কর্মীরা। সকাল পৌনে নয়টার দিকে সংগঠনের কিছু সংখ্যক নেতাকর্মী মেহেরপুর-চুয়াডাঙ্গা প্রধান সড়কে ওই বিক্ষোভ মিছিল করে। এসময় সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে অবরোধ সফল করার আহবান জানানো হয়। তারা কয়েক মিনিট বিক্ষোভ প্রদর্শন করে স্থান ত্যাগ করেন। বিক্ষোভের নেতৃত্ব  দেন জামায়াতের খুলনা বিভাগীয় নেতা আব্দুল মতিন। এসময় বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা আব্দুল জাব্বার, আব্দুল রহিম, মহাসিন আলী, আলীহিম, মিনারুল ইসলাম সহ ১৮ দলীয় জোট নেতারা।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!