ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে জিবাসের এ্যানহেন্সিং গভর্নেন্স ক্যাপাসিটি অব সার্ভিস প্রোভাইডারস এ্যান্ড সিভিল সোসাইটিইন ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রকল্পের আর্সেনিক বিষয়ক হেল্থ ক্যাম্পেইন পৃথক ভাবে সোমবার সকালে দলদলী ইউনিয়ন পরিষদ মিলনায়তন ও বীরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জিবাসের আয়োজনে এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ রাজশাহী আঞ্চলিকের সহযোগিতা ও ইউরোপিয়ান ইউনিয়নের অথূনৈতিক সহায়তায় আর্সেনিক সনাক্তকরণ ক্যাম্পেইন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় দলদলী ইউপি মিলনায়তনে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: মোহাম্মাদ আলী আকবর সরকার, দলদলী ইউপি চেয়ারম্যান মাযহারুল ইসলাম পুতুলসহ ইউপি সদস্যগণ। অপর দিকে বীরেশ্বরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ভোলাহাট প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, উপজেলা স্বাস্থ্য সহকারী শামিম রেজা, জিবাসের ইউনিয়ন এ্যাক্সটেনসন ওয়ার্কার সেলিমরেজা, তরিকুল ইসলাম, কাব্বার আলী, মাহবুব আলী, প্রমূখ। উভয় স্থানীয় জনসাধারণ আর্সেনিক বিষয়ে চিকিৎসা গ্রহণ করেন।