ভাণ্ডারিয়া(পিরোজপুর) প্রতিনিধি : ভাণ্ডারিয়ার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শামসুল হক বরকত (৭০) রোববার কানুদাসকাঠী তার নিজ বাড়ির জামে মসজিদে এশার নামাজ পড়তে গেলে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন(ইন্নালিলাহে……….রাজেউন)। মৃত্যু কালে স্ত্রী, ৪ছেলে, ৩মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুম শামসুল হক বরকত বিশিষ্ট আলেম মরহুম হযরত মাওলানা আঃরব সাহেব (বুলবুলে বাংল দেশ)এর জেষ্ঠ্য পুত্র ও ঝালকাঠী ০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুন এবং গালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুল হক কামালের বড় ভাই। তার মৃত্যুর সংবাদে ভাণ্ডারিয়া, রাজাপুর , কাঠালীয়া,ঝালকাঠী সহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক লোক তাকে এক নজর দেখার জন্য তার বাড়িতে ভীর জমায়। সোমবার মরহুমের প্রথম জানাজার নামাজ ছরছিনা দরবার শরিফ মাঠে এবং দ্বিতীয় নামাজে জানাজা বিকেলে তার বাড়িতে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয়পার্টি (জেপি)চেয়ারম্যান ও প্রধান মন্ত্রীর উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু,ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক মনি জোমাদ্দার, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম,রাজাপুর উপজেলা চেয়ারম্যান মিলন মাহাম্মুদ বাচ্চু, ভাণ্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান খান মোঃ রুস্তুম আলী, ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার , ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আবু বক্কর সিদ্দিক মন্টু হাওলাদার, যুবসংহতি নেতা শওকত ইকবাল মিটুল মলিক।