শ্যামলবাংলা ডেস্ক : বিদেশিরা পর্যবেক্ষক না পাঠালেও ৫ জানুয়ারির নির্বাচন হতেই হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি ২৩ ডিসেম্বর সোমবার সকালে বনানী কবরস্থানে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবাষির্কী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওই মন্তব্য করেন।
এসময় তিনি বলেন, বিদেশী পর্যবেক্ষকের পর্যবেক্ষণ নির্বাচনের পূর্বশর্ত নয়। আমাদের স্বাধীন নির্বাচন কমিশন রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ৫ জানুয়ারী নির্বাচন হবে। অনেক চেষ্টা করা হয়েছে প্রধান বিরোধী দল বিএনপিকে নির্বাচনে আনার। কিন্তু তারা নির্বাচনে আসে নি।
তোফায়েল বলেন, দেশে দেশে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয়। অথচ আমাদের দেশে বিরোধী দল দলীয় সরকারের অধীনে নির্বাচনে না গিয়ে সহিংসতা চালাচ্ছে।
উল্লেখ্য, দলীয় সরকারের অধীনে আগামী ৫ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দেশের প্রধান বিরোধী দল বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দল এ নির্বাচন বয়কট করেছে। ইতোমধ্যে ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে সরকারদলীয় জোট। এরপরই একতরফা দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর ঘোষণা দেয় ইউরোপীয় ইউনিয়ন ও কমনওয়েলথ। সর্বশেষ যুক্তরাষ্ট্রও জানিয়ে দিয়েছে যে, তারা আগামী ৫ জানুয়ারির নির্বাচনে কোনো পর্যবেক্ষক দল পাঠাবে না।