পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার পূর্বধলায় সোমবার বেসরকারি সংস্থা সেরার উদ্যোগে শিক্ষা কার্যক্রমে জন অংশ গ্রহণ বৃদ্ধিকল্পে মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে ‘কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ’ গঠনের লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলার আগিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সেরা সংস্থার নির্বাহী পরিচালক এস. এম. মজিবুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান তাং, আ. গণি মাষ্টার, আলী উসমান প্রমুখ। সভায় আগিয়া ইউনিয়নের স্কুল গমনোপযোগী সকল ছেলে মেয়েদের মানসম্পন্ন প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে এলাকার শিক্ষানুরাগী, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।