নবাবগঞ্জ(দিনাজপুর)সংবাদদাতাঃ আসন্ন ১০ম সংসদ নির্বাচনে দিনাজপুরের নবাবগঞ্জে প্রিজাইডিং অফিসারদের সাথে জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। বক্তব্য রাখেন জেলা নির্বাচন অফিসার নুরুজ্জামান তালুকদার, পুলিশ সুপার রুহুল আমিন, নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ এস কে আব্দুল্যাহ আল সাইদ ও ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান শাহ আলমগীর। বক্তরা অন্যান্য নির্বাচনের মত এবারেও সকল প্রকার ভয় ভিতীর উর্ধে থেকে ভোট গ্রহনের কাজ প্রিজাইডিং অফিসারদের করতে বলেন। নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করবেন। সভায় জানানো হয় এবারে উপজেলার ৫৪ টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।